• ভালোবাসার রঙ বাংলা মুভির গান, ভিডিও,প্রকাশনা,অভিনব প্রচারণা আপনাদের কেমন লাগলো


    Movie Info :
    Movie: Bhalobasar Rong
    Director: Shaheen & Shumon
    Cast: Mahiya Mahi, Bappy Chowdhury, Amit Hasan, Nayak Raj Razzak.
    Producer: Shish Manwar
    Production: Jaaz Multimedia
    ভালোবাসার রঙে’র অভিনব প্রচারণা
    আগামী ৫ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাচ্ছে নির্মাণের শুরু থেকেই দফায় দফায় আলোচনায় থাকা ভালবাসার রঙ ছবিটি। বিশ্বায়নের যুগে উন্নত প্রযুক্তিতে সিনেমা নির্মাণ, ব্যতিক্রমী গল্প, আকর্ষণীয় লোকেশন এবং মনোরম গানসহ নানা চ
    মকের দরুন বছরজুড়েই সবার মুখে মুখে ছিল ছবির নির্মাতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানা গেছে, সিনেমাকে ঘিরে একসময় যেমন উত্সব হতো সেই উত্সবই ফিরিয়ে আনছে ভালোবাসার রঙ। আলোকসজ্জার মাধ্যমে প্রতিটি সিনেমা হল সাজানো হবে নববধূর সাজে। পাশাপাশি থাকবে লটারি এবং কুইজের ব্যবস্থাও। শুধু তাই নয়, অভিনব প্রচারণার জন্য দেশব্যাপী বিমান এবং ট্রাক অভিযানে থাকবে রকমারি আয়োজন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রেডিও, টেলিভিশনেও থাকছে অন্যরকম আয়োজন। ১৪ সেপ্টেম্বর থেকে রেডিও টুডেতে প্রতি শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রচার করা হবে ছবিটির গান, নির্মাণের গল্প, নির্মাতা এবং কলাকুশলীদের সাক্ষাত্কার। টিভিতেও থাকবে বাহারি অনুষ্ঠানমালা। ছবিটি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার মনোয়ার এহতেশাম শীষ বলেন, আমাদের এত আয়োজন কেবল দেশীয় চলচ্চিত্র শিল্পকে পুনরুদ্ধার করা। ভালোবাসার রঙ ছবিটির সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে রেডিও টুডে এবং এটিএন বাংলা।
    (((((> GOOD NEWS <)))))
    বাংলাদেশের প্রথম ১০০% ডিজিটাল চলচ্চিত্র ‘ভালবাসার রঙ’ মুক্তি পাচ্ছে ৫ অক্টোবর, ২০১২। এই চলচ্চিত্রটি অত্যাধুনিক RED ONE ডিজিটাল ক্যামেরা দিয়ে চিত্রায়ন করা হয়েছে যা দিয়ে হলিউডের ‘পাইরেটস অফ দ্যা ক্যারিবিয়ান’ এর মত বিখ্যাত মুভি বানানো হয়। এর আগে বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তিতে বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হলেও ২-৩টি প্রেক্ষাগৃহ বাদে বাকি সব প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে ডিজিটাল চলচ্চিত্রের ফিল্ম প্রিন্টেড সংস্করণ হিসেবে। ফলে দর্শক ডিজিটাল চলচ্চিত্রের পূর্নাঙ্গ স্বাদ পায়নি। বাংলাদেশে এই প্রথম ‘ভালবাসার রঙ’ চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে ১০০% ডিজিটালী। এর কোন ফিল্ম প্রিন্টেড সংস্করন বের করা হবে না। আর এজন্য ‘ভালবাসার রঙ’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান দেশের অনেকগুলো প্রেক্ষাগৃহকে ডিজিটালে রূপান্তর করছে। ৫ অক্টোবর ২০১২ সারাদেশে প্রায় ৫৮টি প্রেক্ষাগৃহ তাদের ডিজিটাল যাত্রা শুরু করতে যাচ্ছে। এর মধ্যে যশোরের ‘মনিহার’, ঢাকার মিরপুরের ‘সনি’ সহ অনেক নামকরা প্রেক্ষাগৃহও আছে। একই দিনে ঐসব প্রেক্ষাগৃহ গুলোতে মুক্তি পাচ্ছে দেশের প্রথম ১০০% ডিজিটাল চলচ্চিত্র ‘ভালবাসার রঙ’। এইসব ডিজিটাল প্রেক্ষাগৃহে দর্শকরা ডিজিটাল ঝকঝকে ছবি, সিনেমাস্কোপ ওয়াইড স্ক্রিন, ডলবি ডিজিটাল সাউন্ড সহ অত্যাধুনিক অনেক বৈশিষ্ট এবং সুবিধাদি উপভোগ করতে পারবেন যা সাধারনত আপনারা বর্তমানে ঢাকার বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে উপভোগ করে থাকেন।
    ভালবাসার রঙ চলচ্চিত্রে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং নবাগত চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে একই মুখ দেখতে দেখতে মানুষ যখন ক্লান্ত হয়ে গিয়েছিল ঠিক তখনই এই নতুন জুটির আবির্ভাব হলো। এবং নতুন হিসেবে তারা যথেষ্ট ভাল অভিনয় করেছে। এখন আমাদের উচিত ছোটখাট ভুলত্রুটি চোখে পড়লেও তাদেরকে নতুন হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে স্বাগত জানানো। ভালবাসার রঙ চলচ্চিত্রের কাহিনী খুবই ভাল। চিত্রায়ন খুব সুন্দর হয়েছে। বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর স্থানে চিত্রায়ন করা হয়েছে। গান গুলো এক কথায় অসাধারন। সব মিলিয়ে ৫ অক্টোবর এক দুর্দান্ত চলচ্চিত্র উপভোগ করতে যাচ্ছে বাংলাদেশের মানুষ। আর এই দুর্দান্ত চলচ্চিত্রটির সাথে একাত্ম হতে এর অফিসিয়াল পেজে ‘Like’ দিন নিচের লিংকটি ভিজিট করেঃ
    যারা বাংলা সিনেমার নাম শুনলেই ছিঃ ছিঃ করে, ভাবে বিদেশি জিনিস মানেই ভাল আর বাংলাদেশি জিনিস মানেই খারাপ, তাদেরকে বলছি, হীনমন্নতায় ভুগবেন না। অন্যের দালান নিয়ে বড়াই করার চেয়ে নিজের কুঁড়ে ঘরে থাকা অনেক ভাল। ভাল হোক খারাপ হোক বাংলাদেশের সিনেমা মানে আমাদের সিনেমা। ভারত বা পাকিস্তানের নয়। নিজেদের আত্ম পরিচয়ে বড় হওয়া শিখুন, অন্যদের কাছ থেকে ধার করা পরিচয়ে নয়। বাংলাদেশি জিনিস ব্যবহার করে গর্ব অনুভব করুন।
    গতানুগতিক বাংলা সিনেমা থেকে এখন ভালো কিছু বানানোর চেষ্টা করা হচ্ছে। এটাই বা কম কি? একদিনেই তো আর হলিউড মার্কা ছবিতে যাওয়া যাবে না! পরিবর্তন আনতেও সময় লাগে। এখন আমাদের উচিত এদের স্বাগত জানিয়ে উৎসাহ এবং অনুপ্রেরণা যোগানো। সেইদিন হয়ত বেশি দূরে নয় যখন বাংলাদেশি চলচ্চিত্র প্রতিযোগিতা করবে হলিউড, বলিউডের চলচ্চিত্রের সাথে…

    এই সুখবরটি  শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন…

    ভালোবাসার রঙ বাংলা মুভির গান, ভিডিও


    Bhalobasar Rong 2012 Bangla Movie All Video 720p HD Download

    0 comments → ভালোবাসার রঙ বাংলা মুভির গান, ভিডিও,প্রকাশনা,অভিনব প্রচারণা আপনাদের কেমন লাগলো

    Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...